জয় বড়ুয়া জয়ন্ত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার আলী প্লাজায় একটি শোরুমে সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় জয় বড়ুয়া জয়ন্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মে) আলী প্লাজায় একটি বাটা কোম্পানির জুতার শোরুম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ। তিনি বলেন, আলী প্লাজার বাটা শোরুমের মালিক মো. ইসমাইলের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জয়ন্তকে হাতেনাতে গ্রেফতার করেছে।  

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে জয়ন্ত বাটার শোরুমে গিয়ে মালিক ইসলামকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন ও একটি কার্ড দূর থেকে প্রদর্শন করেন। মুখে সঠিকভাবে মাস্ক না থাকার অজুহাতে তিনি প্রথমে শোরুম থেকে ক্রেতাদের সবাইকে বের করে দেন। এরপর যথাযথভাবে মাস্ক ব্যবহার না করার কারণে ও সরকার ঘোষিত নিদিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখার কথা বলে শোরুমের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে বলে জানান। পরদিন শনিবারের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে জানিয়ে জয়ন্ত সেখান থেকে চলে যান।

ওসি জোবায়ের সৈয়দ বলেন, ‘শনিবার দুপুরে জয়ন্ত একবার মালিক ইসমাইলকে ফোন করে এক লাখ টাকা রাতের মধ্যে দেওয়ার কথা বলেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে শোরুমে এসে আবারো এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে দোকান সিলগালা করে দেওয়ার হুমকি দেয়। তখন কথাবার্তার একপর্যায়ে ইসমাইল তাকে ১০ হাজার টাকায় বিষয়টি শেষ করার জন্য সমঝোতা করেন। 

এরমধ্যে বিষয়টি কৌশলে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের জানিয়ে দেন ইসমাইল। পরে মার্কেট কমিটির থেকে খবর পেয়ে আমরা গিয়ে জয়ন্তকে হাতেনাতে ১০ হাজার টাকাসহ গ্রেফতার করি। এ সময় তার পকেট থেকে Readi নামক আইডি কার্ড পাওয়া গেছে।

জয়ন্তের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার জয় বড়ুয়া জয়ন্ত (২২) উত্তর পতেঙ্গার স্টিল মিল বাজারের লিটন বড়ুয়ার ছেলে।

কেএম/ওএফ