‘মাস্ক পরি’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রতিটি মার্কেটের সামনে ‘নো মাস্ক, নো সার্ভিস’ স্পষ্টভাবে লিখে রাখতে হবে অথবা এ সংক্রান্ত ব্যানার দৃশ্যমান রাখতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে।

মঙ্গলবার (১১ মে) রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী এলাকায় ডিএনসিসির ‘মাস্ক পরি’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সঠিকভাবে মাস্ক পরিধানের মাধ্যমে কোভিড-১৯ এর সংক্রমণ কমানো এবং মানুষের জীবন বাঁচানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ঢাকা মহানগরীর প্রতি বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৪৯ হাজার লোক বাস করে, তাদেরকে বুঝিয়ে যথাযথভাবে মাস্ক পরিধান নিশ্চিত করতেই কর্মসূচি গ্রহণ করেছি

তিনি বলেন, কোভিড-১৯ এর ভয়াবহতার মাঝে জীবন রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত এই কর্মসূচিকে সফল করতে হলে সবার সর্বাত্মক অংশগ্রহণ প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চলমান মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে। নিজের পরিবার, শহর ও দেশকে সুরক্ষিত রাখতে যথাযথভাবে মাস্ক পরিধান করতে হবে এবং সবাইকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ প্রমুখ।

এএসএস/আরএইচ