করোনা মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন এমপিও শিক্ষকদের ৫ হাজার ও কর্মচারীদের ২৫০০ টাকা করে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমপিও শিক্ষক-কর্মচারীদের (সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন এবং কারিগরি শিক্ষা, মাদরাসা শিক্ষা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক-কর্মচারী আর্থিক সংকটে পড়েছেন।

তাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে ৪৬ কোটি ৬ লাখ ৩৩ হাজার টাকা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুকূলে ২৮ কোটি ১৮ লাখ ৪ হাজার টাকাসহ মোট ৭৪ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা (প্রত্যেক শিক্ষককে ৫০০০ হাজার এবং প্রত্যেক কর্মচারীকে ২৫০০ টাকা) এককালীন অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইউএ/এসএম