র‍্যাবের হাতে আটক হারুন ইজাহার

চট্টগ্রামের হাটহাজারী থানার নাশকতা মামলায় গ্রেফতার হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহার দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

বুধবার (১২ মে) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে জবানবন্দি দেন তিনি। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) আব্দুল্লাহ আল মাসুম।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, হারুন ইজাহারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। হাটহাজারীতে যে সহিংসতা হয়েছিল, রিমান্ড শেষে এর সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি। 
 
সহিংসতার ঘটনায় জড়িত বেশ কিছু নামও হারুন প্রকাশ করেছেন জবানবন্দিতে। তবে কার কার নাম এসেছে তা জানাননি পুলিশের এই কর্মকর্তা।

গত ২৮ এপ্রিল রাতে চট্টগ্রামের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে মুফতি হারুন ইজাহারকে আটক করে র‌্যাব-৭। এরপর হাটহাজারী থানার দায়ের করা তিন মামলায় তাকে ৯ দিনের রিমান্ড দেন আদালত।

কেএম/আরএইচ