প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় একটি ছয়তলা আবাসিক ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে রাত রাত ১০টা ১৬ মিনিটে ওই ভবনে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে।

জেইউ/এসএসএইচ