মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড় আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- জান্নাতুল ফেরদৌস মুনী (১৮) ও তাহমিনা আক্তার পলি (১৯)। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন।
ফিরোজ হোসেন বলেন, ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গার ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকা যাচ্ছিল। পথে জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুই নারী যাত্রীর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, জোরারগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত আরিফ ও পলি নামের দুই জনকে চমেকে ভর্তি করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী।
কেএম/জেডএস