সরকারের কঠোর বিধিনিষেধ না মেনে ঈদের আগের থেকেই আমিনবাজারে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। গতকাল ঈদের দিনও ঢাকার এই প্রবেশমুখ দিয়ে অনেক মানুষ বাড়ি গেছেন, যদিও তাদের সংখ্যা খুব বেশি নয়। তবে আজ ঈদের দ্বিতীয় দিনে যেনো আগের চিত্র ফিরে পেয়েছে আমিনবাজার। ঈদফেরত মানুষের চাপ না থাকলেও এখনো রয়েছে ঘরমুখী মানুষের ভিড়।

শনিবার (১৫ মে) আমিনবাজার এলাকা ঘুরে দেখা গেছে, ঈদ দ্বিতীয় দিনেও নারী-পুরুষ সমান তালে গ্রামের দিকে রওনা হচ্ছেন। কেউ কেউ আবার পুরো পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। দূরপাল্লার বাস বন্ধ থাকায় পিকআপ, প্রাইভেটকার ও মাইক্রোবাসে চেপেই তারা গন্তব্যে ছুটছেন।

ক্ষুদ্র ব্যবসায়ী সাইফুল, যাবেন নওগাঁ। তিনি এই প্রতিবেদককে বলেন, গুলিস্তানে জামাকাপড় বিক্রি করি। ঈদের আগে ভালো ব্যবসা হয়েছে। আর এখনতো সেভাবে বেচাকেনা হবে না। তাই পরিবারের সবাইকে নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়িতে এক সপ্তাহের মতো থেকে আবার ঢাকায় ফিরব।

কিভাবে যাবেন এমন প্রশ্নে তিনি বলেন, বাস তো চলছে না। তাই মাইক্রোবাসে যেতে হবে। তবে মাইক্রোবাসে জনপ্রতি ১৩০০ টাকা করে ভাড়া চাচ্ছে।

মাইক্রোবাসের চালক মো. আব্বাস মিয়া ঢাকা পোস্টকে বলেন, ঈদের আগে যেভাবে যাত্রী পেয়েছি এখন সেভাবে পাচ্ছি না। এজন্য ভাড়াও কমাতে হয়েছে। ঈদের আগে জনপ্রতি ১৫০০ টাকা করে ভাড়া নিয়েছিলাম। কিন্তু এখন এক হাজার থেকে ১৩০০ টাকার বেশি নেওয়া যাচ্ছে না।

এসআর/এমএইচএস