ঈদে হাতিরঝিলে মানুষের সমাগম/ ছবি : সুমন শেখ

ঈদ আসে খুশির বার্তা নিয়ে, আসে আনন্দ নিয়ে। কিন্তু করোনাভাইরাসের কারণে গত বছর থেকে সারা বিশ্বেই ঈদ আসে একটু অন্যভাবে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বাংলাদেশেও এবার ঈদ পালন হচ্ছে সীমিত পরিসরে।

করোনার বিস্তার রোধে দেশে চলছে সরকার ঘোষিত বিধিনিষেধ। এ সময় বন্ধ রাখা হয়েছে বিনোদন কেন্দ্রগুলো। জনসমাগমে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

কিন্তু উৎসবপ্রিয় বাঙালিকে যে কোনোকিছুর ভয় দেখিয়েই আনন্দ থেকে বিরত রাখা যায় না। আর তাই তো ঈদের পরদিনই রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঈদের আনন্দে মেতে উঠেছেন মানুষ। রাজধানীবাসীর ঈদ আনন্দ উপভোগের চিত্র তুলে এনেছেন ঢাকা পোস্টের আলোকচিত্রী সুমন শেখ। 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঈদ আনন্দ উপভোগ করছেন নানা বয়সী মানুষ 
ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে ঈদ আনন্দের জন্য পরিবার নিয়ে এসেছেন খোলা স্থানে
ঈদের দ্বিতীয় দিন বিকেলে জমজমাট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের আশেপাশের সড়ক

 

কেন্দ্রীয় শহীদ মিনারে বড়দের পাশাপাশি ছোটদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো 
অনেকেই পেছনে সুন্দর কোনো স্থাপনা রেখে পরিবার নিয়ে মেতে ওঠেছেন ছবি তোলায়