ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে মারা যাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব‌ন্দোপাধ্যায়ের মে‌ঝো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

শ‌নিবার (১৫ মে ) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের টুইট বার্তায় এ শোক প্রকাশ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মো‌মেন।

পররাষ্ট্রমন্ত্রীর শোক বার্তায় অ‌সিম ব্যানা‌র্জির আত্মার শা‌ন্তি কামনা ক‌রে মমতা ব‌ন্দোপাধ্যায়ের প‌রিবা‌র যেন এ শোক কা‌টি‌য়ে উঠ‌তে পা‌রেন তার জন্য প্রার্থনা ক‌রেন মো‌মেন।

মমতার মেঝো ভাই অসীম বন্দ্যোপাধ্যায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মাস খানেক ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শ‌নিবার (১৫ মে) হাসপাতা‌লে মৃত্যুবরণ করেন তিনি।

এনআই/এসএম