প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৩ জনে। এ সময় আরও দুই হাজার ১৯৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৮ করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৪ হাজার ১৭৪টি। পরীক্ষায় আরও দুই হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৬৯ হাজার ৪২৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একদিনে মৃত ৩৮ জনের মধ্যে পুরুষ ২৪ ও নারী ১৩ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ ৫ হাজার ১৪১ জন (৭৬ দশমিক ৫৮ ভাগ) ও নারী এক হাজার ৫৭২ জন (২৩ দশমিক শূন্য ৪২ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫৬২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৮৫ হাজার ৭৮৬ জনে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ কোটি ৩৩ লাখের বেশি মানুষ। মৃতের সংখ্যা ১৪ লাখ ৬৯ হাজারের বেশি। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪ কোটি ৫ লাখের মতো। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

টিআই/এসএম