এনজিও বিষয়ক ব্যুরোর নতুন ডিজি কে এম তারিকুল ইসলাম
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কে এম তারিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ মে) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
আদেশে বলা হয়, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. রাশেদুল ইসলামের অবসর গমনের সুবিধার্থে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। অন্যদিকে ঢাকার হোটেল ইন্টারন্যাশনাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীরকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
এসএইচআর/এসকেডি
বিজ্ঞাপন