চা শ্রমিকদের গৌরবময় লড়াই ‘মুল্লুকে চলো’ আন্দোলনের শতবর্ষ পূর্তিতে সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আজ শত বছর পরেও গুলি চালিয়ে শ্রমিক হত্যা চলছে। শ্রমিকশ্রেণির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মধ্যদিয়ে শত বছরের জুলুম ও শোষণতন্ত্রের অবসান ঘটাতে হবে।

বৃহস্পতিবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত চা শ্রমিকদের ‘মুল্লুকে চলো’ আন্দোলনের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সেলিম বলেন, ‘মুল্লুকে চলো’ আন্দোলনে চা শ্রমিকদের সঙ্গে রেল-স্টিমারসহ অন্যান্য শ্রমিকদের দীর্ঘ সংহতি ধর্মঘট, দেশব্যাপী মুক্তিকামী জনতার রাজনৈতিক প্রতিক্রিয়ায় সেদিন কোম্পানি ও শাসকরা পরাজিত হয়েছিল। শ্রমিকশ্রেণি ও দেশের মানুষের মুক্তির জন্য আজ একইভাবে শাসকশ্রেণির বিরুদ্ধে বজ্রকঠোর ঐক্য ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্যান্যরা বলেন, প্রচলিত সব সুযোগ সুবিধা বহাল রেখে (রেশন, বাসা, চিকিৎসা ইত্যাদি সহ) শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা চা শ্রমিকদের জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি দেওয়ার দাবি এবং চা শ্রমিকদের ১০-দফা মেনে নিতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফি রতন, সম্পাদক আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, কৃষকনেতা নিমাই গাঙ্গুলি, শ্রমিকনেতা আকতার হোসেন, যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রনেতা মিখা পিরেগু প্রমুখ।

এমএইচএন/এসএম