ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে জান্নাতুল হাসান জসী (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ঢামেক ক্যাম্পের পুলিশ।

এ সময় তার কাছে থাকা ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২০মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের প্রধান ফটক থেকে ঢামেক হাসপাতাল ক্যাম্পের পুলিশ তাকে আটক করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ব্যক্তি ঢাকা মেডিকেলের প্রধান ফটক দিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছে। পরে তাকে আমরা আটক করে ক্যাম্পে নিয়ে আসি। তার শরীর তল্লাশি করে একটি প্যাকেটে ১৯০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে শাহবাগ থানা পুলিশ আসলে ইয়াবাসহ ওই যুবকে হস্তান্তর করি আমরা।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জান্নাতুল জানান, বিল্লাল নামে একজনের কাছে তিনি এসব ইয়াবা হস্তান্তর করতে যাচ্ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর থানার গাইটাল গ্রামে। তার বাবার নাম মানিক হাসান।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রয়েল জিয়া ঢাকা পোস্টকে বলেন, ঢামেক পুলিশ ক্যাম্প থেকে ওই যুবককে থানায় আনা হয়েছে।

এসএএ/এসকেডি