১৫ দিনে ১৯ লাখ টাকা জরিমানা আদায় ডিএনসিসির
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত
সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গত ১৫ দিনে ১৯ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (২০ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুদ রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে গত ১৫ দিনে ভ্রাম্যমাণ আদালতে নামিদামি অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা মামলায় জরিমানা আদায় করা হয়েছে ১৯ লাখ ১৫ হাজার টাকা।
স্বাস্থ্যবিধি না মানায় দুটি হোটেল বন্ধ
বৃহস্পতিবার (২০ মে) অভিযানে ২৩টি মামলায় সর্বমোট ৫৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছে ডিএনসিসি। স্বাস্থ্যবিধি না মানায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত দুটি হোটেল বন্ধ করে দিয়েছেন।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গুলশান-১ এর ফারজি ক্যাফে নামে একটি হোটেল বন্ধ করে দিয়েছেন।
অন্যদিকে ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কাওরান বাজারের হাজীর বিরিয়ানি নামে একটি হোটেল বন্ধ করে দিয়েছেন।
এএসএস/আরএইচ