প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে অসুস্থ অবস্থায় কাশিমপুর জেল হাজতে আটক রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। 

বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর বিস্ময় ও উদ্বেগের সঙ্গে ১৭ মে ২০২১ তারিখ জানতে পারলাম যে দৈনিক প্রথম আলোর সিনিয়র নারী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনস্থা করা হয়েছে। তাকে পাঁচ ঘণ্টা আটকে রাখায় তিনি অসুস্থ হয়ে পড়েন। 

অসুস্থ অবস্থায় তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তার বিরুদ্ধে কথিত তথ্য চুরির অভিযোগে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে আদালতের আদেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শারীরিকভাবে তিনি অসুস্থ এবং তার একজন শিশু সন্তান রয়েছে। মানবিক কারণ থাকার পরও অদ্যাবধি তার জামিন না হওয়ায় তিনি কাশিমপুর কারাগারে অসুস্থ অবস্থায় রয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদ অসুস্থ অবস্থায় এক সিনিয়র নারী সাংবাদিক জেল হাজতে থাকার বিষয়ে গম্ভীর উদ্বেগ প্রকাশ করছে।

এমএইচএন/আরএইচ