আইএলও’র আলোচনায় সভাপতিত্ব করবে বাংলাদেশ
ফাইল ছবি
করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্থ শ্রমবাজারকে নেতিবাচক প্রভাব থেকে উত্তরণে সদস্য দেশগুলোকে নিয়ে আলোচনায় বসতে চায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আর এতে সভাপতিত্ব করার জন্য বাংলাদেশকে নির্বাচন করা হয়েছে। জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করবেন।
আজ (শুক্রবার) জেনেভার বাংলাদেশ মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, করোনা মহামারির কারণে শ্রম জগতে নেতিবাচক প্রভাব কাটাতে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক উপায়ের সন্ধানে আন্তর্জাতিক শ্রম সংস্থা তার সব সদস্য রাষ্ট্রকে নিয়ে এক দীর্ঘ আলোচনার আয়োজন করে। ওই আলোচনার ফল হিসেবে কোভিড-১৯ সংক্রান্ত আউটকাম ডকুমেন্টের একটি খসড়া প্রণয়ন করা হয়েছে।
এটি আগামী ৩ থেকে ১৯ জুন অনুষ্ঠিতব্য ১০৯তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গৃহীত হবে। এই খসড়ার ওপর সদস্য রাষ্ট্রগুলোর মতামত ও সম্মতি গ্রহণের জন্য আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনের পূর্বে চূড়ান্ত আরেকটি আলোচনা অনুষ্ঠিত হবে। এ গুরুত্বপূর্ণ আলোচনায় সভাপতিত্ব করার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়েছে।
বিজ্ঞাপন
এনআই/এনএফ