ঘরে বসেই অনলাইনে দেওয়া যাবে ভূমি উন্নয়ন কর
ঘরে বসে অনলাইনেই দেওয়া যাবে ভূমি উন্নয়ন কর। এজন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২০ মে) দেশের সব জেলা প্রশাসনকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, অনলাইনে ভূমি কর প্রদান করতে হলে ভূমির মালিককে প্রথমে অ্যাপ্লিকেশন নিবন্ধন করতে হবে। নিবন্ধিত হতে লাগবে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নম্বরসহ অন্যান্য তথ্য। এক বার নিবন্ধিত হলে ওই ব্যক্তিকে ভবিষ্যতে আর পুনরায় নিবন্ধন করার দরকার হবে না।
বিজ্ঞাপন
নিবন্ধনের তিন উপায়
১. অনলাইন পোর্টাল land.gov.bd অথবা www.ldtax.gov.bd- এ প্রবেশ করে এনআইডি ও মোবাইল ফোন নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করার মাধ্যমে।
বিজ্ঞাপন
২. কল সেন্টার নম্বর ৩৩৩ বা ১৬১২২-তে ফোন করে এনআইডি নম্বর, জন্ম তারিখ ও জমির তথ্য প্রদান করে।
৩. এনআইডি ব্যবহার করে যেকোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে।
চিঠিতে আরও বলা হয়েছে, নিবন্ধনবিহীন ব্যক্তি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে খাজনা দিতে গেলে ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা প্রথমেই তার সব ডাটা এন্ট্রি করবেন। পাশাপাশি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিজ উদ্যোগে হোল্ডিং মালিকদের তথ্য এন্ট্রি করবেন। নিবন্ধন শেষ হওয়ার পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিজে ইউনিয়ন ভূমি অফিসে বসেই এলডি ট্যাক্স সিস্টেমে অন্যান্য ডাটা অনলাইনে এন্ট্রি করবেন।
এসএইচআর/এমএইচএস