রাজধানীর কুড়িল চৌরাস্তায় অবস্থিত ক্লাসিক গার্মেন্টসের ১৫ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছেন। ঘটনাস্থলে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে আপাতত রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।

শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কুড়িল চৌরাস্তা মোড়ে ক্লাসিক গার্মেন্টসের শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে কুড়িল চৌরাস্তা এলাকায় যানচলাচল ব্যাহত হয়।

আন্দোলন থেকে শ্রমিকরা দাবি জানিয়ে বলেন, অবিলম্বে মালিকপক্ষ যেন তাদের ১৫ জন সহকর্মীকে পুনরায় চাকরিতে বহাল করে। না হলে তারা আন্দোলন বন্ধ করবেন না এবং গার্মেন্টসেও যাবেন না।

এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকাল আনুমানিক সাড়ে ৯টায় কুড়িল চৌরাস্তায় ক্লাসিক গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখেন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গার্মেন্টসটির ১৫ জন শ্রমিককে মালিকপক্ষ বিনা কারণে চাকরিচ্যুত করেছে। যে ১৫ জনকে মালিকপক্ষ চাকরিচ্যুত করেছে তারা সবাই শ্রমিকদের বিভিন্ন দুঃখ-দুর্দশা নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলতেন এবং দাবি-দাওয়া পেশ করতেন। এ কারণে মালিকপক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের চাকরিচ্যুত করেছে।

তিনি আরও বলেন, মালিকপক্ষ জানিয়েছে চাকরিচ্যুত ১৫ জন বাদে সবাই গার্মেন্টসে আসতে পারবেন। তবে মালিকপক্ষ আপাতত গার্মেন্টসটি বন্ধ করে রেখেছে। 

উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে আপাতত রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। তবে তারা বলছেন চাকরিচ্যুত ১৫ জনকে চাকরিতে বহাল না করলে তারা আবারও রাস্তায় নামবেন।

এমএসি/এইচকে