তিন মোবাইল চোর গ্রেফতার
গ্রেফতার হওয়া মোবাইল চোররা
চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে মোবাইল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৬১টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ।
শুক্রবার (২১ মে) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মাহবুব রেজা প্রকাশ মিল্কি (২৬), মো. ফেরদৌস (৩৩) ও আবুল কালাম প্রকাশ সানী(২৪)।
বিজ্ঞাপন
ওসি রুহুল আমিন বলেন, বাকলিয়া থানার নতুন ব্রিজ সংলগ্ন মান্নান টাওয়ারের সামনে চোরাই হওয়া মোবাইল ফোন ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে মাহবুব রেজাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে মাহবুব জানান, তার সহযোগী ৩-৪ জন মোবাইল চুরির সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
পুলিশের এ কর্মকর্তা বলেন, মাহবুব ও তার সহযোগীরা নতুন ব্রিজ গোল চত্বর ও চট্টগ্রাম শহরের বিভিন্ন বাসা-বাড়ি থেকে মোবাইল ফোন চুরি করে থাকেন। চুরি করা মোবাইল ফোন নতুন ব্রিজ এলাকার মান্নান টাওয়ারের মোবাইল দোকানদার মো. ফেরদৌস (৩৩) ও সাজেদা মার্কেটের আবুল কালাম প্রকাশ সানীর (২৪) দোকানে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করে। এরপর মোবাইল ফোনগুলো বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে দেন।
বিজ্ঞাপন
পরে অভিযান চালিয়ে মো. ফেরদৌস ও আবুল কালাম প্রকাশ সানীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের দোকান থেকে বিভিন্ন মডেলের চোরাই ৬১টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, এই চোরাই সিন্ডিকেটের সঙ্গে আরও একাধিক জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। চোরাই চক্রটি মোবাইল সেট চুরি করার পর দোকানগুলোতে কম দামে বিক্রি করে দেয়। পরে ফেরদৌস ও কালাম নিজেদের দোকানে মোবাইলগুলোর লক খোলেন। এরপর আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন কাভার লাগিয়ে ফেলেন। এরপর মোবাইলগুলো বেশি দামে বিক্রি করে দেন। আর যেসব মোবাইলের লক খোলা যায় না ওই সেটগুলো বিভিন্ন মোবাইল মেকানিকের দোকানে পার্টস খুলে বিক্রি করে দেন তারা।
গ্রেফতার হওয়া ও পলাতক আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
কেএম/এফআর