ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাধারণ ওয়ার্ড ৭৩ এর প্রয়াত কাউন্সিলর মো. শফিকুল ইসলামের প্রতি সম্মান দেখিয়ে প্রধান কার্যালয়সহ সংস্থার নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়ে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৩ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দাফতরিক বিজ্ঞপ্তিতে এই ছুটি ঘোষণা করা হয়। এতে ডিএসসিসির প্রধান কার্যালয়সহ সংস্থার নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়ে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়। 

তবে করপোরেশনের নিয়ন্ত্রণাধীন হাসপাতাল, বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাগুলো ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম। তিনি ঢাকা দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।

এএসএস/জেডএস