আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট আয়ের ১৫ শতাংশ এবং তিন বছরের মধ্যে ২০ শতাংশ বরাদ্দসহ পাঁচ দফা দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। 

সোমবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু এ দাবি জানান।

সংগঠনটির অন্যান্য দাবিগুলো হচ্ছে- এফিলিয়েন্টপ্রাপ্ত ননএমপিও মাধ্যমিক স্কুল কলেজ মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা; এমপিওভুক্ত শিক্ষকদের সরকারি অনুরূপ বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সেবাদানকারী প্রতিষ্ঠান কল্যাণ ট্রাস্ট এবং অবসর বোর্ডের আর্থিক সংকট নিরসনের জন্য বাজেটে প্রাপ্ত পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা; আর্থিক কারণে ঝরেপড়া রোধে করোনা ক্ষতিগ্রস্ত অতি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা চালু করা এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি অবিলম্বে কার্যকর করা।

সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, দফতর সম্পাদক নারায়ণচন্দ্রসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এমএইচএন/জেডএস