শিশুকন্যা ধর্ষণের বিচার চান পিতা
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে নির্যাতিতার পরিবার। সোমবার (২৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নির্যাতিতার বাবা ঢাকা পোস্টকে বলেন, ক্যাম্পে থাকা পাশের বাসার আরজু নামে এক ছেলে আমার ১০ বছরের মেয়েকে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে সেখানে তার মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় রক্তক্ষরণ হলে গোপনে আমার মেয়েকে বাসায় নামিয়ে দেয় আরজু। বাসায় এসে আমার মেয়ে সবকিছু জানায়। পরে আমরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, থানায় আরজুর নামে মামলা করেছি। স্থানীয়রা আরজুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাকে নাকি কোর্টে চালান করে কারাগারে পাঠানো হয়েছে। তার বয়স কমিয়ে নাবালক করার চেষ্টা হচ্ছে। আমি ওই ধর্ষকের ফাঁসির দাবি করছি। আমার মেয়ে যেন সঠিক বিচার পায় সেটাই আমাদের একমাত্র দাবি।
এমএইচএন/এসকেডি
বিজ্ঞাপন