রাজধানীর বিএফডিসি ও উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

গ্রেফতাররা হলেন- নূর কালাম (২৬), সাব্বির আহমেদ (৩৫), মো. সেলিম (২৬), মো. সোহেল শেখ (৩৫), মো. নাফিস গনি (৪০) ও মো. শাকিল ইসলাম (২৭)।

সোমবার (২৪ মে) ডিএমপির মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সন্ধ্যায় সাড়ে ৭টায় ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি দল রাজধানীর শিল্পাঞ্চল থানার বিএফডিসি এলাকায় অভিযান পরিচালনা করে কালাম, সাব্বির, সেলিম ও সোহেলকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।

তিনি আরও বলেন, অপর এক অভিযানে গোয়েন্দা রমনা জোনাল টিম রোববার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে উত্তর বাড্ডা হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ নাফিস ও শাকিলকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।

গ্রেফতাররা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগর এলাকায় বিক্রি করত বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসি/এইচকে