চাকরিতে প্রবেশের বয়সসীমা ২ বছর বাড়ানোর দাবি
করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে দেশের শিক্ষাখাতে চলছে স্থবিরতা। এ সময়ে কম সংখ্যক সরকারি চাকরির সার্কুলার প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা আরও দুই বছর বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।
সোমবার (২৪ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। তিনি বলেন, গত বছরের ২৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনা হলেও শিক্ষার্থীরা তাদের জীবনের মূল্যবান ১-২ বছর হারিয়েছেন। এ সময় খুবই কম সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি চাকরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ায় দেশের শিক্ষিত বেকারদের বেশিরভাগই সরকারি চাকরি পাওয়ার প্রত্যাশা করেন। এ কারণে অনেক সময় দেখা যায় গুটি কয়েকজনের পদেও হাজার হাজার চাকরি প্রত্যাশী আবেদন করেন। কিন্তু করোনা মহামারির কারণে সরকারের বিভিন্ন দফতরের সার্কুলার না আসায় চাকরি প্রত্যাশীরা হতাশ। এরই মধ্যে করোনা প্রাদুর্ভাবের মাঝেই চাকরিতে আবেদনের বয়স হারিয়ে ফেলার আশঙ্কা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি আরও বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে করোনাভাইরাসের প্রকোপ ব্যাপক আকার ধারণ করায় করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকার বিধিনিষেধ জারি করেছে। করোনাভাইরাস থেকে কবে মুক্তি মিলবে তা বলা মুশকিল। দেশের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনতে কমপক্ষে আরও ১-২ বছর প্রয়োজন। আমরা মনে করি, যেহেতু করোনাভাইরাসের কারণে দেশের চাকরি প্রত্যাশীরা তাদের জীবনের মূল্যবান সময় হারিয়েছেন, তাই তাদেরকে চাকরির সেই সুযোগ না দেওয়া হয় তাদের সঙ্গে চরম অমানবিকতা।
তিনি আরও বলেন, তাই সরকারের কাছে আমাদের আহ্বান চাকরি প্রত্যাশীদের বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে সরকারি চাকরিতে আবেদনের বয়স দুই বছর বৃদ্ধি করা হোক।
বিজ্ঞাপন
এএসএস/এফআর