পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ
বাংলাদেশকে স্বাগত জানানোর প্রত্যাশা ইসরায়েলের
বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ শর্তটি বাদ দেওয়ার বিষয়টিকে ভালো খবর হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে, নতুন বন্ধুদের স্বাগত জানানোর প্রত্যাশায় রয়েছে তারা।
সোমবার (২৪ মে) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘খুব ভালো খবর, বাংলাদেশ ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ইসরায়েল নতুন বন্ধুদের স্বাগত জানানোর প্রত্যাশায় রয়েছে।’
বিজ্ঞাপন
এ বিষয়ে সোমবার রাতে (২৪ মে) নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়া হলেও বাংলাদেশ আগের অবস্থানেই আছে। হতে পারে সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত সমর্থনের কারণে এমনটা করছে। বাংলাদেশ তো ই-পাসপোর্টে ছয় মাস আগেই এ পরিবর্তন এনেছে, তারা তো চাইলে ওই সময়ে বাংলাদেশকে স্বাগত জানাতে পারত।’
বিজ্ঞাপন
বাংলাদেশের ই-পাসপোর্টে মাস ছয়েক আগে ‘ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ কথাটি বাদ দেওয়া হয়েছে। তবে গতকাল রোববার (২৩ মে) দেশে গুঞ্জন ওঠে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়াচ্ছে ঢাকা। এমন খবরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে জানান, ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ আগের অবস্থানেই আছে। ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ পররাষ্ট্রনীতির পরিবর্তন করবে না।
আরও পড়ুন : ইসরায়েল ইস্যুতে দেশের অবস্থান স্পষ্ট করল পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়ায় বিষয়টি এক টুইট বার্তার মাধ্যমে আলোচনায় আনেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলার্ড কোহেন।
শনিবার (২২ মে) এক টুইট বার্তায় গিলার্ড কোহেন লেখেন, ‘বড় খবর। ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে বাংলাদেশ। এটি স্বাগত পদক্ষেপ। আমি বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানাই। আশা করি, এতে আমাদের উভয় দেশের জনগণ উপকৃত ও সমৃদ্ধ হতে পারে।’
আরও পড়ুন : ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বাদ দেওয়া মানে দেশটিকে স্বীকৃতি নয়
এ টুইট বার্তার পরিপ্রেক্ষিতে রোববার (২৪ মে) বিকেলে এক বিবৃতিতে ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল কথাটি বাদ দেওয়া হলেও দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা অপরিবর্তিত রেখেছে সরকার। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও বিচ্যুত হয়নি সরকার।
এরপর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হতে হয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে। পররাষ্ট্রমন্ত্রী জানান, পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বাদ দেওয়া মানে দেশটিকে স্বীকৃতি দেওয়া নয়। বাংলাদেশ আগের অবস্থানেই আছে।
এনআই/এসকেডি