৩৩৩-এ কল করে ইউএনওকে ‘টেস্ট’ করলেন সাকিব
ত্রাণ নিয়ে সাকিবের বাড়িতে ইউএনও
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার বাসিন্দা শাহাদাৎ হোসেন সাকিব। হঠাৎই ৩৩৩ নম্বরে কল করে ত্রাণ সহায়তা চান। খবর পেয়ে ত্রাণ নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
ত্রাণ নিয়ে যাওয়ার পর সাকিব বলেন, তার ত্রাণের প্রয়োজন নেই। বরং তিনি মানুষকে ত্রাণ দেন। তাহলে কেন এমনটি করলেন- ইউএনওর এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, ৩৩৩-কে জানালে কেমন সেবা পাওয়া যায়, তা টেস্ট করার জন্যই কল দিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২৪ মে) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, ৩৩৩ -এ কল দিয়ে উত্তর মাদার্শা এলাকার মো. জাফরের ছেলে শাহাদাৎ হোসেন সাকিব (১৯) খাদ্য সহায়তা চান। কল পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে চাল, ডাল ও তেলসহ ত্রাণ সামগ্রী গাড়িতে করে রওনা দিই। তারপর নৌকা দিয়ে নদী পার হয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ত্রাণ নিয়ে সাকিবের বাসায় পৌঁছাই। কিন্তু গিয়ে দেখি সীমানা দেওয়া তিনতলা বাড়ি তাদের। এর একতলার মালিক সাকিবরা, বাকি দুতলা দুই চাচার। বাবা বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন। সাকিবরা দুই ভাই, তিনি বড়।
ইউএনও আরও বলেন, ত্রাণ নিয়ে যাওয়ার পর সাকিব জানালেন, তাদের ত্রাণের দরকার নেই। তারাই উল্টো ত্রাণ দেন মানুষকে। তাহলে কল দিলেন কেন এমন প্রশ্ন করলে সাকিব উত্তরে বলেন, ইউএনওকে টেস্ট করে দেখলাম। আসলে এই সেবা কেমন, সেটা টেস্ট করে দেখার জন্য কল দিয়েছি। সেবাটা আসল নাকি নকল সেটাও দেখা হলো। একইসঙ্গে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা অ্যাকটিভ কি না সেটাও বুঝা হয়ে গেল। পরে পুরো ঘটনার জন্য ভুল স্বীকার করেছেন সাকিব।
বিজ্ঞাপন
কেএম/আরএইচ