ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ শর্তটি বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান। একইসঙ্গে তিনি বাংলাদেশের সিদ্ধান্তকে সংশোধনের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৪ মে) সন্ধ্যায় ঢাকার ফিলিস্তিন দূতাবাসে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। আমরা দেশটিকে শ্রদ্ধা করি। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তবে এটি অগ্রহণযোগ্য, এটি অবশ্যই অগ্রহণযোগ্য। বাংলাদেশ সরকার এমন এক সময়ে এই পাসপোর্টে পরিবর্তন এনেছে, যখন কয়েকদিন আগে ইসরায়েল গাজায় হামলা ও নৃশংসতা চালিয়েছে। সে কারণে এ পরিবর্তন একটি ভুল বার্তা দেবে।’

রাষ্ট্রদূত রমজান আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ এ সিদ্ধান্ত পরিবর্তন করবে। তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবে আশাবাদী যে, বাংলাদেশ এ সিদ্ধান্ত সংশোধন করবে এবং পাসপোর্টে বাক্যটি রাখবে। কারণ এটি ফিলিস্তিনের জনগণের পক্ষে খুব ভালো সমর্থন উপস্থাপন করে। আমরা কেবল সরকারকে সিদ্ধান্তটি সংশোধন করার জন্য অনুরোধ করতে পারি এবং আমরা আশা করি তারা তা করবে।’

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন। আমি মনে করি আপনারা সবাই এ সম্পর্কে জানেন; এমন এক সময়ে সংবাদটি এসেছে যখন ইসরায়েলের অত্যাচারে আমাদের বাচ্চাদের রক্ত শুকোয়নি।’
  
এনআই/আরএইচ