রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আটকরা হলেন শারমিন আক্তার জেসমিন (৪২) ও রাজীবুল হাসান ওরফে রাজীব (৩৫)।

মঙ্গলবার (২৫ মে) র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জিয়াউর রহমান চৌধুরী বলেন, সোমবার র‍্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ১১০ টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার জেসমিন ও রাজীব পরস্পর যোগসাজশে বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এমএসি/এমএইচএস