খিলগাঁওয়ে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি, কিশোরকে ছুরিকাঘাত
রাজধানীর খিলগাঁও থানার কুমিল্লা হোটেলের গলিতে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে জুয়েল (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বেলা ২টায় এ ঘটনা ঘটে।
জুয়েল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের কুমিল্লা হোটেল গলির ৪২৩/এ বাসায় ভাড়া থাকেন।
বিজ্ঞাপন
আহত জুয়েল ঢাকা পোস্টকে বলেন, সকালে ক্রিকেট খেলা নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয় ইমন (১৬) নামে এক কিশোরের। পরে ইমন তার বাবা ও এক ভাইকে নিয়ে আমার কাছে আসে। এ সময় সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তাকে চড় মারি। পরে ইমনের বাবা ও ভাই আমাকে ধরলে সে পিঠে ছুরিকাঘাত করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসে আহত কিশোরের পরিবার। এখানে তার চিকিৎসা চলছে। বিষয়টি খিলগাঁও থানাকে অবগত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি