করোনায় মৃত্যুহীন দিনে চট্টগ্রামে শনাক্ত ৯৯
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫২ হাজার ৯৭১ জন। তবে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার (২৭ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে ১০৭৯টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৬, আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৪৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৯৭১ জন। যার মধ্যে নগরীর ৪২ হাজার ২৫৭ জন, আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৭১৪ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। গতকাল পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬০৪ জনের। যার মধ্যে নগরীর ৪৩৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৬৯ জন। বুধবার চট্টগ্রামে করোনায় মারা গিয়েছিলেন ২ জন।
বিজ্ঞাপন
কেএম/এসএম