চট্টগ্রাম নগরীর কোর্ট বিল্ডিং এলাকা থেকে এক ঠিকাদারকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এরপর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদ ইদ্রিস নামে ওই ঠিকাদারকে তুলে নেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।

নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা জানান, কোর্ট বিল্ডিং এলাকা থেকে এক ঠিকাদার অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তাকে উদ্ধারে কাজ করছি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্যান্ট কিনে কোর্ট বিল্ডিং এলাকার জহুর হকার্স মার্কেট থেকে বের হয়েছিলেন ইদ্রিস। তার সঙ্গে আরও দুজন ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে ইদ্রিসকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। তাকে একটি দোকানের ভেতর নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

এর আগে, ১০ ফেব্রুয়ারি রাতে নগরের এ কে খান মোড় থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ী অপহরণের শিকার হন। তার পরিবারের সদস্যদের মোবাইলে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি ভোরে নগরের কর্নেলহাট এলাকা থেকে নিজাম উদ্দিন রাসেল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরএমএন/এমজে