স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৭ মে) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় অর্থমন্ত্রী ও রেলমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এসআর/ওএফ