বাশখালীর তরুণ মো. আরমানের (২১) কাছে জমা ছিল পরিবারের ৩৫ হাজার টাকা। জুয়া খেলায় সেই টাকাগুলো নষ্ট করে তিনি। ওই টাকা পরিবারের কাছে বুঝিয়ে দিতে অভিনব ফন্দি আাঁটেন । সিদ্ধান্ত নেন অটোরিকশা ছিনিয়ে নিয়ে বিক্রি করে টাকা ফেরত দেবেন পরিবারে। যেই চিন্তা সেই কাজ।

শনিবার (১ মার্চ) রাত আটটার দিকে ১৫০ টাকা ভাড়ায় একটি অটোরিকশা ঠিক করেন বাঁশখালী মিয়ার বাজার থেকে।  সেখান থেকে উপজেলার সরল ইউনিয়নের কানোনগোখীল পাশে  মাউচ্চা পাড়া সরল ব্রিজ এলাকায় গিয়ে অটোরিকশা থামাতে বলেন আরমান।

তখন আরমান অটোরিক্সা চালককে পেছন দিক থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে ভিকটিম চালক মো. জাহিদুল ইসলাম (২০) গাড়ি থেকে নিচে পড়ে চিৎকার দিতে থাকলে ঘাতক হতভম্ব হয়ে তার ছুরিটা পার্শ্ববর্তী জলকদর খালে ফেলে দিয়ে চলে যায়।

এ ঘটনার ৬ ঘণ্টা পরেই ঘাতক আরমানকে গ্রেপ্তার করে বাঁশখালি থানা পুলিশ। চট্টগ্রাম নগরীর আতুররা ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরমান কানুন গোখীল এলাকার আনু মিয়ার ছেলে।

গ্রেপ্তার আরমানের বরাত দিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘পরিবারের ৩৫ টাকা জুয়া খেলায় নষ্ট করে আরমান। ওই টাকা পরিবারের কাছে ফেরত দিতে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেন তিনি। তারই ধারাবাহিকতায় অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে। চালক যখন চিৎকার করে, তখন আরমান হতভম্ব হয়ে ছুরিটি খালে ফেলে দিয়ে পালিয়ে যান।

তিনি বলেন, পরে আহত চালককে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েেগেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে আমরা অভিযান পরিচালন করি। তথ্য প্রযুক্তির সহায়তায় আরমানকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আরএমএন/এআইএস