গুলিস্তান থেকে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতাররা হলেন মো. মাসুদ রানা (২৫), মো. মেহেদী হাসান (২৩) ও মো. ইউনুছ আলী (৪২)।
শনিবার (২৯ মে) বিকেলে গুলিস্তান গোলাপশাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো.শামসুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি গুলিস্তান এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে- আমরা এমন খবর পাই। এই খবরের ভিত্তিতে ডিবির ওয়ারী বিভাগের একটি টিম গোলাপশাহ্ মাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে দীর্ঘদিন ধরে গাঁজা ঢাকায় নিয়ে আসতেন। পরে এসব গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ডিলারদের কাছ বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
এমএসি/আরএইচ