রোগীদের সেবা নিশ্চিতে জেলা সদর হাসপাতাল দালালমুক্ত রাখুন
সাধারণ রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতে জেলার সদর হাসপাতালকে দালালমুক্ত রাখতে জেলার আইন-শৃঙ্খলা বাহিনীকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
রোববার (৩০ মে) হবিগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সবাই যাতে টিকা পান সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। কোভিড-১৯ মোকাবিলায় সবাইকে অধিকতর সচেতন হতে হবে, মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।
বিজ্ঞাপন
সভায় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এআর/জেডএস
বিজ্ঞাপন