ঢাকায় বৃষ্টি, হতে পারে আরও যেসব এলাকায়
সন্ধ্যার পরপরই বৃষ্টি নামে রাজকধানীর বিভিন্ন এলাকায়
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে কোথাও একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
রোববার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীতে সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। হালকা এ বৃষ্টি ঘণ্টখানেকের মধ্যে থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টি অথবা দমকা হওয়া বয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
বিজ্ঞাপন
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজাদী কোর্ট এলাকায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় ২৩ মিলিমিটার।
একে/এফআর