মিরপুরে পিকআপের ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত
রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ার বউবাজার এলাকায় পিকআপের ধাক্কায় নুরুল হক (৫৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের ছেলে মিরাজ ঢাকা পোস্টকে বলেন, মধ্য পাইকপাড়ার বউবাজার এলাকায় আমার বাবার আমের দোকান আছে। রাতে দোকান থেকে বের হওয়ার সময় একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত ফল ব্যবসায়ী নুরুল হক মধ্য পাইকপাড়া বউবাজার এলাকার ১৬৪/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার তালাগাছিয়া গ্রামে।
বিজ্ঞাপন
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/এসকেডি