ভাসানচর থেকে মালয়েশিয়া যেতে ২০ হাজার টাকায় চুক্তি
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইকোনমিক জোন এলাকা থেকে তিন শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তিন দালালকেও আটক করা হয়েছে।
আটক রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে মালয়েশিয়ায় যাওয়ার জন্য দালালদের সাথে ২০ হাজার টাকায় চুক্তি করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩১ মে) তাদের আটক করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন। তিনি বলেন, এই ঘটনায় দুইটি মামলা দায়ের করা হবে। একটি মামলা হবে রোহিঙ্গাদের বিরুদ্ধে, আরেকটি হবে তিন দালালের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ভাসানচর থেকে নৌকায় করে রোহিঙ্গাদের দালালরা জোরারগঞ্জ থানার ইকোনমিক জোন এলাকায় নিয়ে আসেন। রোহিঙ্গাদের সাথে ২০ হাজার টাকার চুক্তি ছিল। তাদের মালয়েশিয়া পাঠানোর কথা ছিল। পুলিশ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সোমবার ভোররাতে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ১০ রোহিঙ্গার মধ্যে সাতজন নারী, তিনজন শিশু। এর আগে রোববার সকালে সন্দ্বীপের মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকায় ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়। এর আগে ১৮ মে ১১ রোহিঙ্গাকে চট্টগ্রামের সন্দ্বীপের রহমতপুর থেকে আটক করা হয়েছিল।
বিজ্ঞাপন
কেএম/এনএফ