বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয়গুলোকে এমপিও প্রদানের দাবি
প্রতিবন্ধিতা সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয়গুলোকে একসঙ্গে স্বীকৃতি ও এমপিও প্রদানসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
সমিতির অন্যান্য দাবিগুলো হচ্ছে— বিদ্যালয়ের নিয়োগের তারিখ থেকে বেতন-ভাতা প্রদান করা; বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান; প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিত করা; ছাত্রছাত্রীদের উপযোগী স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করা; বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করা; বিদ্যালয়গুলো নিয়মিত মনিটরিং করা; শিক্ষক-কর্মচারীদের মানোন্নয়ন মূলক ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা; বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ করা; আধুনিক থেরাপি সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালু করা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান বা আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তা প্রদান করা।
মানববন্ধনে সমিতির আহ্বায়ক মো. আরিফুর রহমান অপুসহ সারাদেশের বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শতাধিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এমএইচএন/এসএসএইচ