হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা আইফোন, স্বর্ণালংকার ও সিগারেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) ভোরে এগুলো জব্দ করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। দুই যাত্রীর নাম- রফিকুল ইসলাম ও মেহেদী হাসান। তাদের উভয়ের বাড়ি নারায়ণগঞ্জে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা কাস্টমস জানায়, দুবাই ফেরত দুই যাত্রী এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটে ঢাকায় আসেন। তাদের তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৬ হাজার ৩৩০ প্যাকেট ইজি ব্র্যান্ডের সিগারেট, ৮টি আইফোন, ২০০ গ্রাম স্বর্ণালংকার ও ৯ বোতল মদ জব্দ করা হয়। 

আটক পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। এসব পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। 

এআর/জেডএস