চট্টগ্রামের কোতোয়ালী থেকে আট মাস বয়সী শিশু ফারহানকে অপহরণের সাড়ে পাঁচ মাস পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আপহরণকারী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) হবিগঞ্জ থেকে শিশুকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- সুলতানা বেগম (২৬) ও ইসমাইল (৩৫)।

মঙ্গলবার (১ জুন) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আট মাসের শিশু ফারহানকে গত বছরের ১২ ডিসেম্বর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে অপহরণ করা হয়। শিশুর মা ঘরের কাজে ব্যস্ত থাকায় কৌশলে সুলতানা বেগম শিশুটিকে আপহরণ করে হবিগঞ্জ  নিয়ে যান। এরপর ফরহানের পরিবার থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে ঘটনার সাড়ে পাঁচ মাস পর শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। পরে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে শিশুটির বয়স ১৩ মাস। 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার সুলতানা বেগম ফরহানের পরিবারের পূর্ব পরিচিত। ফারহানদের কোতোয়ালী থানার স্টেশন কলোনির বাসায় মাঝে মাঝে আসত সুলতানা। গত বছরের ১২ ডিসেম্বর বাসায় এসে মায়ের কোল থেকে শিশু ফরহানকে নিজের কোলে নিয়ে আদর করতে থাকে। মা কাজে ব্যস্ত হয়ে গেলে এক পর্যায়ে শিশুটিকে নিয়ে চলে যান সুলতানা। পরে শিশুটিকে অপহরণকারী সুলতানা ৯০০ টাকায় বিক্রি করে দেয় এক দম্পতির কাছে। 

অপরদিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শিশুকে না পেয়ে  নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) ২০২১ এর ৭/৩০ ধারায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন শিশুটির পরিবার। পরে কোতোয়ালি থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীর চক্রটি শনাক্ত করে। হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে অপহৃত ফারহানকে উদ্ধার করে পুলিশ। 

কেএম/ওএফ