রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বুচারবাগ বালুরমাঠ এলাকায় পূর্বশত্রুতার জেরে ইট-বালু ব্যবসায়ী মো. সোলায়মানকে (৩৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজু ও বাবু নামে আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুন) দুপুর দেড়টার দিকে সোলায়মানকে কুপিয়ে আহত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকাল পৌনে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের ভাই রাজীব অভিযোগ করেন, আমার ভাই ইট-বালুর ব্যবসা করতেন। মুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস আমার ভাইকে ডেকে ইট কেনার কথা বলে ডেকে নিয়ে যান। এরপর তার নেতৃত্বে পরিকল্পিতভাবে আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়।
তিনি বলেন, আমার ভাইয়ের সঙ্গে থাকা আরও দুজন রাজু ও বাবু আহত হয়ে ইউএস-বাংলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাবুর অবস্থা ভাল না। তিনি আইসিইউতে ভর্তি আছেন। কেন কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হলো জানতে পারিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে মুরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাসকে কল দিলেও তিনি রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে রক্তাক্ত অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এসএএ/আরএইচ