চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা

চট্টগ্রাম বিভাগে মঙ্গলবার (১ জুন) বিকেল তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তীব্র গরমের পর বৃষ্টির শুরুটা স্বস্তি দিয়ে হলেও শেষটা রূপ নিয়েছে দুর্ভোগে।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রামে আজ থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। বিকেল তিনটা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ১৩৪ দশমিক ৮ মিলিমিটার।  

নগরের এনায়েত বাজার এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, সামান্য বৃষ্টি হলেই বাটালী রোডে পানি জমে যায়। ফলে ময়লা পানিতেই চলাচল করতে হয়। তবে বৃষ্টি বন্ধ হলে আবার পানি নেমে যায়। দুপুরের দিকে কিছুটা পানি জমে ছিল সড়কে। তবে বৃষ্টি কমায় পানি আবার নেমে গেছে। 

সিডিএ এলাকার ইরফান বলেন, বৃষ্টির কারনে দুর্ভোগে পড়তে হয়েছে। জরুরি কিছু কাজে বাইরে বের হয়েছিলাম। কিন্তু অতিরিক্ত রিকশাভাড়া দিয়ে চলাচল করতে হয়েছে।

সানজিদা সুলতানা নামের একজন বলেন, ডাক্তার দেখানোর জন্য বৃষ্টির মধ্যেই বের হয়েছিলাম। কাকভেজা হয়ে  অতিরিক্ত রিকশাভাড়া দিয়ে চলাচল করতে হয়েছে।

বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি বাড়লে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন বাসিন্দারা। বিশেষ করে, বাকলিয়া, চকবাজার, মুরাদপুর, প্রবর্তক এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। আগ্রাবাদ ও সিডিএ এলাকায় ইতোমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।     

কেএম/আরএইচ