ফুটবল ট্রেনিং একাডেমির অফিসে জুয়ার আসর, আটক ১৯
জব্দ করা টাকা ও জুয়া খেলার সরঞ্জাম
‘চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির’ অফিস কক্ষে জুয়া খেলার সময় ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (১ জুন) রাতে কোতোয়ালী থানার এম. এ আজিজ স্টেডিয়ামের ‘চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি’র অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মো. মুজাহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাস (প্লেইং কার্ড) দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৯ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকরা টাকার বিনিময়ে আসর বসিয়ে তাস দিয়ে জুয়া খেলে বলে জানিয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতে তারা বিল্ডিংয়ের ছাদে, প্রবেশ মুখে, পিছনে ও বিভিন্ন অলি গলিতে লোক দিয়ে পাহারা বসিয়ে জুয়া খেলা পরিচালনা করে।
বিজ্ঞাপন
আটকরা হলেন- ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম (৩৬), আব্বাস (৪২), করিম (৩০), সোহাগ (২৯), তৌহিদুল আলম (৪১), হেলাল উদ্দিন (৬৩), ফরিদ (৩৫), মাহমুদুল হক (৩০), সুমন (৩০), মনছুর (৩০), কাইয়ুম (৪০), মুসলিম উদ্দীন (৩৮), রানা (৪০), বাবুল (৩৫), জসীম উদ্দীন (৩৮), রুবেল উদ্দীন (৩২) ও এমরান উদ্দীন (৫০)।
তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার।
কেএম/এমএইচএস