শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর মোহাম্মদপুরে একটি টিনশেড বাসায় আগুনের ঘটনায় দগ্ধ মো. সোহেল (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। শনিবার রাতে তার ছেলে মোরসালিন (২) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

বিষয়টি নিশ্চিত করে বুধবার (২ জুন) দুপুরে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুরে আগুনের ঘটনায় দগ্ধ শিশু মোরসালিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা গিয়েছিল। তার শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়েছিল।

তিনি বলেন, মঙ্গলবার রাতে তার বাবা আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৭৫ ভাগ পুড়ে গিয়েছিল। নিহতের স্ত্রী লাবনী চিকিৎসাধীন। 

তিনি আরও জানান, বিষয়টি দুঃখজনক। আপ্রাণ চেষ্টা করেও তাদের দুজনকে বাচাতে পারিনি। তাদের সঙ্গে কেউ না থাকায় আমরা সব খরচ বহন করেছি। তারপরও তাদের বাঁচাতে পারলাম না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে তার দগ্ধ ছেলের মৃত্যু হয়। 

শুক্রবার (২৮ মে) রাত ৩টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে আগুনের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এসএএ/আরএইচ