ডিএমপির পুলিশ পরিদর্শক পদের ৩ কর্মকর্তার পদায়ন
ডিএমপির লোগো
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. কেরামত আলীকে ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে, দক্ষিণখান উত্তরা বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) এ এম এম কামরুল ইসলামকে ট্রাফিক মিরপুর বিভাগে এবং ট্রাফিক মিরপুর বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোহাম্মদ এখলাছুর রহমানকে দক্ষিণখান উত্তরা বিভাগে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
এমএ/এফআর