জেলেদের উদ্ধারের সংগৃহীত ছবি

ইঞ্জিন বিকল হয়ে নৌকায় সমুদ্রে ভাসতে থাকা ১৯ জন বাংলাদেশি জেলের একটি দলকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব জেলেদের বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ভারত।

বুধবার (০৯ ডিসেম্বর) ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র বলছে, ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশি জেলেদের একটি নৌকা সমুদ্রে ভাসতে ভাসতে উড়িষ্যার পারাদ্বীপ উপকূল পৌঁছায়। ভারতীয় কোস্টগার্ড এসব বাংলাদেশি জেলেদের উদ্ধার করে। উদ্ধার করা ১৯ জেলেকে আজ বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়, ভারতীয় কোস্টগার্ড মাছ ধরার নৌকা ‘রানা’ তে অবস্থানরত ১৯ জন বাংলাদেশি ক্রু-কে সকালে আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে নিরাপদে বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে।

সমুদ্রসীমার নিকটতম প্রতিবেশীদের সহায়তায় ভারত সবসময় প্রস্তুত বলেও বার্তায় উল্লেখ করে ভারতীয় হাইকমিশন।

এনআই/জেডএস