চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ নিয়ে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গোলাগুলি হতেও দেখা যায়।  

পুলিশ বলছে, সংঘর্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। 

গোলাগুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে বিষয়টি তাদের ‘নজরে আসেনি’। ভিডিওতে কয়েকজনকে হেলমেট পরা অবস্থায় গুলি করতে দেখা গেছে।

বিকেল ৩টার দিকে উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে সরল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘বাঁশখালীর সরলে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মাঝে লবণ মাঠ নিয়ে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বার বার উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেছি। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন রয়েছে।’

গোলাগুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গোলাগুলির বিষয়টি আমরা শুনেছি। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএমএন/এনএফ