রাজধানীর হোটেলে মিলল তরুণীর ঝুলন্ত লাশ
রাজধানীর উত্তর কমলাপুরে একটি হোটেল থেকে মেহনাজ জেরিন (২৪) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় মতিঝিল থানা পুলিশ।
বিজ্ঞাপন
মতিঝিল থানার উপ-পরিদশর্ক (এসআই) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উত্তর কমলাপুর ৬৪/এ হোটেল সিটি প্লেস ইন্টারন্যাশনালের দ্বিতীয় তলার ১০ নম্বর রুম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। রুমের ভিতর থেকে ফ্যানের সঙ্গে পড়নের চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। রুমের দরজাটি ভিতর থেকে বন্ধ করা ছিল।
তিনি আরো জানান, রোববার (৩ তারিখে) স্বামীস্ত্রী পরিচয়ে দু’জন হোটেলের ওই রুম ভাড়া নেয়। এরপর স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তি অসুস্থ্যতার জন্য কোনো হাসপাতালে ভর্তি হয়েছে। এসময় ওই তরুণী হোটেলে একাই ছিল। মঙ্গলবার সকালে হোটেলবয় রুমে নক করলে রুমের ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। পরে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
দেলোয়ার হোসেন জানান, হোটেলের রুম থেকে ওই তরুণীর চিকিৎসার কিছু কাগজপত্র পাওয়া যায়। সেই সূত্র ধরেই তার পরিচয় সনাক্ত করা হয়। তার বাবার নাম হুমায়ুন কবির। বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড় দশিয়া গ্রামে।
ওএফ