প্রতীকী ছবি

খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে উন্মুক্ত অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

কুইজে অংশ নেয়া ১ম, ২য় ও ৩য় বিজয়ীরা পুরস্কার হিসেবে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড পাবেন। পাশাপাশি দেয়া হবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। সান্ত্বনা পুরস্কার পাওয়া প্রত্যেকে পাবেন ৫ হাজার টাকার মূল্যের প্রাইজবন্ড।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ উন্মুক্ত অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। ৬ ডিসেম্বর ২০২০ থেকে ২৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কুইজে অংশ নেয়া যাবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মো. আব্দুল আলীম ঢাকা পোস্টকে বলেন, সব বয়সীরা এ কুইজে অংশ নিতে পারবেন।

তিনি জানান, কুইজের প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে, যেটা পড়লে অনেক কিছু জানা ও শেখা যাবে। তৈরি হবে সচেতনতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনের পাশাপাশি আরও দশজনকে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার।

কুইজে অংশ নিতে এই লিংকে প্রবেশ করতে হবে- https://forms.gle/FMeKqXszS7RYRvqv8

কুইজের অংশ নেয়ার শর্ত 
১) বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসরত যেকোনো নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

২) পরীক্ষাটি গুগল ফরমে অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণকারীকে সঠিক নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, পেশা, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ নম্বর প্রদান করতে হবে।

৩) একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ একবার অংশ নিতে পারবেন।

৪) ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর বরাদ্দ থাকবে। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।

৫) উত্তরপত্র চূড়ান্তভাবে একবার সাবমিট করার পর কোনো পরিবর্তনের সুযোগ থাকবে না।

৬) কেউ অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

৭) সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতার মধ্য থেকে প্রথম তিনজনকে বিজয়ী নির্বাচন করা হবে এবং আরও ১০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে। যদি, একাধিক অংশগ্রহণকারী সমান নম্বর প্রাপ্ত হয়ে একই স্থান অর্জন করে, তবে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।

৮) ১ম, ২য় ও ৩য় স্থানে জয়ীদের যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০হাজার টাকা সমমূল্যের প্রাইজবন্ড এবং সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেয়া হবে। সান্ত্বনা পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে ৫ হাজার টাকার সমমূল্যের প্রাইজবন্ড পাবেন।

৯) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বা কর্মচারি এবং তাদের পরিবারের কোনো সদস্য এই পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

কুইজের বিষয়ে আরও জানতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেসবুক পেজ দেখুন। 

একে/এনএফ